রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার দাপট

সাম্প্রতিক সময়ে রাজধানীতে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারিচালিত রিকশার চলাচল। পাড়ার অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক-সব স্থানেই এসব রিকশার দাপট দেখা যাচ্ছে। প্রচলিত রিকশার চেয়ে দ্রুতগতিতে চলায় ব্যাটারিচালিত রিকশা এখন নগরবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রেক ততটা শক্তিশালী না হওয়া ও চালকদের অনেকেই অনভিজ্ঞ হওয়ায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। ছবিগুলো আজ বুধবার তোলা।

বিশৃঙ্খলভাবে সড়কে রিকশা চলাচলে সৃষ্টি হয়েছে যানজট। নিউমার্কেট, ঢাকা
 ছবি: আশরাফুল আলম
মালামাল বোঝাই করে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত রিকশা। নিউমার্কেট, ঢাকা
 ছবি: আশরাফুল আলম
সড়কে রিকশা চলাচল বেড়ে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। নিউমার্কেট, ঢাকা
ছবি: আশরাফুল আলম
সড়কে এলোমেলোভাবে চলছে ব্যাটারিচালিত একটি রিকশা। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
ব্যাটারিচালিত অটোরিকশায় ঝুঁকি নিয়ে মালামাল নেওয়া হচ্ছে। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
রিকশার জন্য পৃথক লেন থাকার পরও নিয়ম অমান্য করে প্রধান সড়কে চলছে এসব রিকশা। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
ইঞ্জিনচালিত যানবাহনের ফাঁকে ঢুকে পড়েছে ব্যাটারিচালিত একটি রিকশা। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
সড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত রিকশা। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
সড়কে বাস ও প্রাইভেট কারের মাঝখান দিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাত্রী নিয়ে যাচ্ছেন এক চালক। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
সড়কে গাড়ির চলাচলের মাঝখানে ফাঁকা পেলেই ঢুকে পড়ছে ব্যাটারিচালিত রিকশা। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
ব্যাটারিচালিত রিকশায় মালামালসহ ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
উল্টো পথে ঢুকে পড়া রিকশার সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়ির। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা
প্রধান সড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। রামপুরা, ঢাকা
যাত্রীর অপেক্ষায় বসে আছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। বাড্ডা, ঢাকা