ঢাকার খালের এ কী হাল

আবর্জনার স্তূপে পরিণত হয়েছে রাজধানীর বেশ কয়েকটি খাল। কোথাও প্লাস্টিক ও বর্জ্যে ভরাট হয়ে গেছে খালের অংশ। আবার কোথাও খালের পানিতে জমেছে কচুরিপানা। দেখলে মনে হবে, এ যেন খাল নয়, রীতিমতো সবুজ মাঠ। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৫টি খাল ঘুরে গত কয়েক দিনে এসব ছবি তোলা হয়েছে—

খালে জমেছে আবর্জনার স্তূপ। তার ওপর দিয়ে হেঁটে চলাচল করা যায়। গাবতলী বেড়িবাঁধের পাশে কল্যাণপুর জলাধারে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়েছে কল্যাণপুর জলাধারের আরেক পাশ
কল্যাণপুর জলাধারের বাঁকটি প্লাস্টিক, পলিথিন, ময়লা-আবর্জনায় ভরে গেছে
খালে জন্মেছে আগাছা, বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়
আবর্জনায় ভরে যাওয়ায় এটা আদতে খাল নাকি নালা, সেটা বোঝার উপায় নেই। মিরপুরের সাংবাদিক কলোনি খাল
কচুরিপানা আর আবর্জনায় ভরে গেছে মিরপুরের রূপনগর খাল
আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের ওপর দাঁড়িয়ে আছে এক শিশু। মিরপুরের রূপনগর খাল
দেখতে সবুজ মাঠ মনে হলেও এটি আসলে একটি খাল। এ খালের নাম মান্ডা। মুগদার পূর্ব মান্ডা এলাকায়
কচুরিপানা ও আবর্জনায় পূর্ণ মান্ডা খাল। মুগদার সুখনগর এলাকায়
ময়লা-আবর্জনা আর কচুরিপানায় হারাতে বসেছে শ্যামপুর খাল। পূর্ব জুরাইনের বরইতলা এলাকায়
পানি নেই জিরানী খালে। খিলগাঁওয়ের ইমামবাগ এলাকায়