ফরিদপুর মেডিকেলে আগুনে আতঙ্ক

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোররুমে আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সেখানে থাকা ওষুধ, যন্ত্রপাতি ও কাগজপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনের ঘটনায় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য পানির পাইপ টেনে ভেতরে নিয়ে যান
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য পানির পাইপ টেনে ভেতরে নিয়ে যান
ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টা
ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টা
স্টোররুমে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে
স্টোররুমে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে
শিশুসহ রোগীরা হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়
হাসপাতালের ওয়ার্ড থেকে রোগীকে বাইরে বের করে আনছেন স্বজনেরা
নবজাতক নিয়ে হাসপাতাল চত্বরে পরিবারের লোকজন
হাসপাতালের কক্ষ থেকে বের হয়ে যে যেখানে পারেন, সেখানেই আশ্রয় নেন
রোগীর স্বস্তির জন্য পরিবারের আপ্রাণ চেষ্টা