হেমন্তে আমনের ঘ্রাণ

বাংলার কিষান-কিষানিদের কাছে হেমন্ত মানেই নতুন ধানে নবান্ন। এই সময়ে গ্রামবাংলার কৃষকেরা আমন ধান কেটে ঘরে তোলেন। সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোয় চলতি বছর আমনের ফলন ভালো হয়েছে। তাই কৃষকের মুখে হাসি। বাড়ির ছোট-বড় সবাই এখন সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত দিন পার করছে। মাড়াই শেষে কুলা দিয়ে ঝাড়া হয় ধান। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল, লাচুখাল ও বরমসিদ্দিপুর গ্রামে হেমন্তে আমনের ঘ্রাণ নিয়ে এবারের ছবির গল্প।

দূরে সবুজ পাহাড়। নীল আকাশের নিচে মাঠভরা আমন ধান। বরমসিদ্দিপুর গ্রামে
দূরে সবুজ পাহাড়। নীল আকাশের নিচে মাঠভরা আমন ধান। বরমসিদ্দিপুর গ্রামে
খাগাইল গ্রামে পাকা ধান কাটছেন কৃষকেরা
খাগাইল গ্রামের খেতে আমন ধান পেকে গেছে। এখন কাটার পালা
খাগাইল গ্রামে কাস্তের পাশাপাশি মেশিনেও চলে ধান কাটার কাজ
ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন মা-ছেলে। ছবিটি খাগাইল গ্রাম থেকে তোলা
খাগাইল গ্রামে খেতের পাশেই ধান মাড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে খলা
মাড়াইয়ে দেওয়ার জন্য ধান নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি খাগাইল গ্রাম থেকে তোলা।
খেতের পাশে আঁটি থেকে ধান ঝেড়ে নিচ্ছেন কৃষক। পাশে দাঁড়িয়ে আছেন তিন কিষানি। ছবিটি লাচুখাল গ্রাম থেকে তোলা
ঝাড়া ধান টুকরিতে ভরছে এক শিশু। ছবিটি খাগাইল গ্রাম থেকে তোলা
ধান কাটার এক ফাঁকে জিরিয়ে নিচ্ছে এক কিশোর। ছবিটি খাগাইল গ্রাম থেকে তোলা
ধান কাটার পর তা শুকাতে দিচ্ছেন এক নারী। ছবিটি লাচুখাল গ্রাম থেকে তোলা
ধান কেটে নিয়ে যাওয়ার পর জমিতে পড়ে আছে খড়। খড়ের ওপর শুয়ে-বসে-দাঁড়িয়ে শিশু-কিশোরেরা। ছবিটি খাগাইল গ্রাম থেকে তোলা