বাংলার কিষান-কিষানিদের কাছে হেমন্ত মানেই নতুন ধানে নবান্ন। এই সময়ে গ্রামবাংলার কৃষকেরা আমন ধান কেটে ঘরে তোলেন। সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোয় চলতি বছর আমনের ফলন ভালো হয়েছে। তাই কৃষকের মুখে হাসি। বাড়ির ছোট-বড় সবাই এখন সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত দিন পার করছে। মাড়াই শেষে কুলা দিয়ে ঝাড়া হয় ধান। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল, লাচুখাল ও বরমসিদ্দিপুর গ্রামে হেমন্তে আমনের ঘ্রাণ নিয়ে এবারের ছবির গল্প।