মেহেদি রাঙা হাত

মেহেদির রঙে হাত রাঙানোটা ঈদ আনন্দে যোগ করে নতুন মাত্রা। তাই ঈদের কেনাকাটা শেষে অনেকেই ছুটছেন হাতে মেহেদি দিতে। বিভিন্ন পারলার ও বিপণিবিতানে মেহেদি দেওয়ার আয়োজন করা হয়েছে। অনেক সংগঠন ও মেহেদি শিল্পীরা আয়োজন করেছেন ‘মেহেদি ফেস্টিভ্যাল’। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত রাঙানো হচ্ছে বিভিন্ন বয়সের মেয়েদের হাত। নকশাভেদে প্রতিটি হাত রাঙাতে নেওয়া হচ্ছে ২৫০ থেকে ২ হাজার টাকা। চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ‘আমি প্লাজায়’ মেহেদি রাঙানো নিয়ে এবারের ছবির গল্প।

প্রস্তুত মেহেদির সরঞ্জাম।
প্রস্তুত মেহেদির সরঞ্জাম।
মোবাইলে মেহেদির নকশা নিয়ে আসেন অনেকেই।
মোবাইলে মেহেদির নকশা নিয়ে আসেন অনেকেই।
চলছে হাতে নকশা করা।
শিশুরাও এসেছে হাতে মেহেদি দিতে।
মনোযোগ দিয়ে চলছে নকশার কাজ।
মেহেদি শিল্পীরা আয়োজন করেছেন ‘মেহেদি ফেস্টিভ্যাল’।
প্রতিটি হাত রাঙাতে চলছে নকশার কাজ।
একটু ভিন্নভাবে উপস্থাপন করতে নানাভাবে করা হয় মেহেদির নকশা।
হাতে পছন্দমতো মেহেদির নকশা করতে পেরে উচ্ছ্বসিত তরুণী।