সালুটিকরে নৌকার হাট

সিলেটে হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। এই হাটে বর্ষার শুরু থেকে নৌকার হাট বসে। হাওর-নদী, খাল-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এই হাট থেকে নৌকা কিনে নিয়ে যান। প্রতিটি নৌকা আকার ও মানভেদে বিক্রি হয় ৪০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত। ছবিগুলো শনিবার তোলা।

সড়কের পাশে হাওরে সারিবদ্ধভাবে রাখা নৌকা
নৌকার হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়
বিক্রির জন্য আনা হচ্ছে নৌকা
নতুন নৌকার পাশাপাশি বিক্রি হয় পুরোনো নৌকাও
নৌকায় উঠে চলে যাচাই-বাছাই ও দরদাম
নৌকার গলইয়ে বসে আছেন এক বিক্রেতা
নৌকা বিক্রি করতে বাবার সঙ্গে এসেছে শিশুটি
মান ও আকারভেদে বিক্রি হয় নৌকা
কাঁচা কাঠে তৈরি নতুন নৌকা।
শনি ও মঙ্গলবার এই দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে নৌকার হাট
নতুন বইঠা বিক্রির জন্য রাখা
নৌকা কিনে সেই নৌকা নিয়েই বাড়ি ফিরছেন দুজন
হাট থেকে নৌকা কিনে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে