ঈদ ঘিরে আলোকোজ্জ্বল রাজধানী

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, সচিবালয় এলাকা, নগর ভবন ও সুপ্রিম কোর্ট ভবনকে সাজানো নিয়ে এই ছবির গল্প

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়।
জিরো পয়েন্ট এলাকায় আলোকোজ্জ্বল মার্কেটের সামনে এক টুপি বিক্রেতা।
বর্ণিল আলোয় রঙিন সুপ্রিম কোর্ট ভবন।
আলোকোজ্জ্বল নগর ভবন।
সচিবালয় ভবন সেজেছে লাল-সবুজ রঙে।
আলোকোজ্জ্বল গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেটে চাঁদরাতের কেনাকাটা ছিল বেশ জমজমাট।
বর্ণিল আলোকসজ্জায় শওকত ওসমান মিলনায়তন।
রাত পৌনে আটটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মিনারের মাইক থেকে ঘোষণা ভেসে আসে ‘ঈদ মোবারক, কাল ঈদ’।