প্রাণহীন ভৈরব নদ

যশোরে ভৈরব নদের প্রবহমানতা ফেরানো ও নৌযান চলাচলের লক্ষ্যে ২৭৯ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছিল সরকার। গত বছর জুন মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিন্তু খননকাজের সময় গাফিলতি হওয়ায় নদের অধিকাংশ এলাকা এখনো স্রোতহীন, প্রাণহীন। ছবিগুলো সম্প্রতি তোলা।

নদে স্রোত নেই। কিন্তু পাড়ে হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। যশোর শহরের দড়াটানা এলাকায়।
দড়াটানা এলাকায় সরাসরি পাইপলাইনের মাধ্যমে নদে ফেলা হচ্ছে বর্জ্য।
অপ্রশস্ত ও নিচু ‘দড়াটানা সেতু’। এ সেতু যেমন নদের পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে, তেমনি নিচ দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারছে না।
রাজারহাট এলাকায় পুরোনো সেতু ভেঙে সেই জায়গায় নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। এ জন্য নদের দুই পাশে মাটির বাঁধ দিয়ে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে।
চলাচলের জন্য নদের ফাঁকা জায়গায় লোহার সেতু নির্মাণ করা হয়েছে।
কচুয়া এলাকায় আগাছা আর কচুরিপানায় ভরে আছে ভৈরব নদ।
দাইতলা এলাকায় স্রোতহীন ভৈরব নদ।
নদে চলছে সেতু নির্মাণের কাজ।