চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ পর্যায়ে

চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চার লেনের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের দৈর্ঘ্য সাড়ে ১৬ কিলোমিটার। এতে ১৫টি ওঠানামার পথ (র‍্যাম্প) থাকবে। সব মিলিয়ে এর দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৪ নভেম্বর এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। তবে নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনো গাড়ি চলাচল শুরু হয়নি।  ছবি:  জুয়েল শীল

আঁকাবাঁকা এক্সপ্রেসওয়ে।
আঁকাবাঁকা এক্সপ্রেসওয়ে।
সবুজবেষ্টিত পাহাড়ি গাছপালা, মাঝখান দিয়ে গিয়েছে এক্সপ্রেসওয়ে।
চট্টগ্রাম শহরের মূল রাস্তার ওপর করা হয়েছে এই এক্সপ্রেসওয়ে।
এই এক্সপ্রেসওয়ে নির্মাণে মোট ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা।
এক্সপ্রেসওয়েতে বেশি বাঁক থাকায় সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে।
এক্সপ্রেসওয়ের নিচে চলছে সড়ক সংস্কার।
ওঠানামার জন্য রয়েছে ১৫টি র‌্যাম্প।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইম মুভার ট্রেইলার (কনটেইনার পরিবহনকারী যান) চলতে পারবে না।