জোয়ার-ভাটায় ‘ধাপ চাষ’

বরিশাল অঞ্চলে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদন ও চাষ করছেন কৃষকেরা। স্থানীয় মানুষের কাছে এটা ‘ধাপ চাষ’ নামে পরিচিত। জোয়ার–ভাটার সঙ্গে মিলিয়ে তলিয়ে যাওয়া–জেগে ওঠা জমিতে টমেটো, বেগুন, বাঁধাকপি, করলা, ঝিঙে, চিচিঙ্গা, ফুলকপি, শসাসহ বিভিন্ন শাকসবজির চারা উৎপাদন করা হয়। গত শুক্রবার বরিশালের বানারীপাড়া উপজেলার উমারেরপাড় এলাকা ঘুরে ছবিগুলো তোলা।

পানিতে ভাসছে ধাপপদ্ধতিতে উৎপাদন ও চাষ করা সবজির চারার একাধিক বেড বা বীজতলা
পানিতে ভাসছে ধাপপদ্ধতিতে উৎপাদন ও চাষ করা সবজির চারার একাধিক বেড বা বীজতলা
জলজ উদ্ভিদ সবজির চারার বেডের ওপর ছড়িয়ে দিচ্ছেন কৃষকেরা
দুলালীলতা গোল করে তৈরি করা হয় মেদা বা দৌলা। এরপর সেখানে বীজ পুঁতে রাখা হয়। পাঁচ থেকে সাত দিন পর বীজ থেকে ছোট চারা গজালে তা বেডে নেওয়া হয়
বাড়ির উঠানে বসে দৌলা তৈরিতে ব্যস্ত দুই নারী
দৌলায় পুঁতে রাখা বীজ থেকে জন্মেছে ছোট চারা গাছ
ভাসমান বেডে নেওয়ার পর চারার পরিচর্যায় ব্যস্ত কৃষক।
দৌলায় জন্মানো ছোট চারা ভাসমান বেডে রোপণ করছেন এক কৃষক
পরিচর্যার অংশ হিসেবে চারায় পানি ছিটানো হচ্ছে
বিক্রয় উপযোগী চারা সাজিয়ে রাখা হচ্ছে। সবজিভেদে একেকটি চারা ৪ থেকে ৮ টাকায় বিক্রি করা হয়
বিক্রির জন্য প্লাস্টিকের ক্যারেটে সবজির চারা সাজিয়ে রাখা হয়েছে
নৌকায় করে একজন কৃষক বাজারে বিক্রির জন্য সবজির চারা নিয়ে যাচ্ছেন
বিস্তীর্ণ জলাভূমিজুড়ে রয়েছে বিভিন্ন ধরনের সবজির চারার বেড
সবজির চারার বেডে ব্যবহারের জন্য জলজ উদ্ভিদ নিয়ে যাচ্ছেন এক কৃষক