বরিশাল অঞ্চলে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদন ও চাষ করছেন কৃষকেরা। স্থানীয় মানুষের কাছে এটা ‘ধাপ চাষ’ নামে পরিচিত। জোয়ার–ভাটার সঙ্গে মিলিয়ে তলিয়ে যাওয়া–জেগে ওঠা জমিতে টমেটো, বেগুন, বাঁধাকপি, করলা, ঝিঙে, চিচিঙ্গা, ফুলকপি, শসাসহ বিভিন্ন শাকসবজির চারা উৎপাদন করা হয়। গত শুক্রবার বরিশালের বানারীপাড়া উপজেলার উমারেরপাড় এলাকা ঘুরে ছবিগুলো তোলা।