দুধরাজ মূলত পুরুষ পাখি। স্ত্রী পাখিকে ডাকা হয় দুধরানী। স্ত্রী পাখি লালচে-বাদামি রঙের থাকে। কিন্তু পুরুষ পাখির সুদৃশ্য লম্বা লেজ থাকে, যা শরীরের তুলনায় চার-পাঁচ গুণ বড়। প্রাপ্তবয়স্ক পুরুষ ‘দুধরাজ’ পাখিরা প্রায় তিন বছর ধরে পালকের লাল রং বদলে দুধের মতো সাদা হয়ে যায় বলে তাদের এমন নামকরণ। পাবনা সদরের খয়েরসুতি এলাকার আমবাগানে এক পাখির পরিবারের কিছু ছবি নিয়ে আজকের এই ছবির গল্প।