পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলের হাওর, খাল ও বিল পানিতে টইটম্বুর। এসব জলাশয়ে চলছে মাছ ধরা। বর্ষা মৌসুমে শৌখিন মৎস্যশিকারি থেকে মৎস্যজীবীরা বাড়ির পাশের হাওরে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। নানা ধরনের ফাঁদ পেতে মাছ ধরেন তাঁরা। জালের পাশাপাশি চাঁই নামে পরিচিত ফাঁদের ব্যবহার হয় বেশি। এ সময় আকারভেদে একেকটি চাঁই ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার থেকে তোলা ছবি নিয়ে আজকের গল্প।