বালুর মাঠে ফুটবল খেলা

পড়ন্ত বিকেলে নদীর পাড়ের বালুর মাঠে ফুটবল খেলায় মেতে ওঠে একদল শিশু-কিশোর। নগরে তেমন খেলার মাঠ না থাকায় বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরেরা এখানে খেলতে আসে। চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর উত্তর পাড়ে বালুর মাঠে শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে ছবির গল্প।

বালুর মাঠে ধুলা উড়ছে। এর মধ্যেই ফুটবল খেলায় মেতেছে একদল শিশু-কিশোর
বালুর মাঠে ধুলা উড়ছে। এর মধ্যেই ফুটবল খেলায় মেতেছে একদল শিশু-কিশোর
পড়ন্ত বিকেলে পায়ে-পায়ে ধুলা উড়িয়ে বলের পেছনে ছুটছে শিশু-কিশোরেরা
দুপাশে দুটি বাঁশ পুঁতে তৈরি করা হয়েছে গোলপোস্ট। গোল দেওয়ার চেষ্টায় খেলোয়াড়েরা
বল দখলের চেষ্টায় খেলোয়াড়েরা
কেউ কেউ বসে বা দাঁড়িয়ে থেকে অন্যদের খেলা দেখছে
বল নিয়ে এগিয়ে যাচ্ছে একজন। তাকে আটকাতে চাইছে অন্যজন
এক শিশুকে আটকানোর চেষ্টা
গোল পোস্টের দিকে ছুটে যাচ্ছে বল
বালুর মধ্যে খালি পায়ে চলছে খেলা
প্রতিদিন বিকেলে একাধিক দলে ভাগ হয়ে শিশু-কিশোরেরা ফুটবল খেলায় মেতে ওঠে
বালুর মাঠে শিশু-কিশোরেরা ফুটবল খেলছে। পাশে নদীতে নোঙর করে আছে কয়েকটি জাহাজ