বগুড়া শহরে বিকেলের দিকে পথের ধারে চুলা, কড়াই ও চালের গুঁড়া নিয়ে বসেন পিঠা বানানোর কারিগরেরা। তাঁরা বাহারি নাম ও স্বাদের পিঠা তৈরি করেন। এসব পিঠা খেতে শীতের বিকেল বা সন্ধ্যায় ভিড় করেন পথচারীরা। বগুড়া শহরের খান্দার, গোহাইল সড়ক ও সাতমাথা এলাকায় পিঠা বিক্রি নিয়ে ছবির গল্প।