বাহারি ফুল

প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত চলছে। নানা রঙের ফুলে রঙিন রয়েছে চারপাশ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ফুটেছে দেশি–বিদেশি নানা জাতের ফুল। এর মধ্যে বেশ কিছু ফুল দুর্লভ, সচরাচর দেখা যায় না। বাহারি এসব ফুলের নামগুলোও বেশ সুন্দর। সম্প্রতি ক্যাম্পাস ঘুরে ছবিগুলো তোলা—

ক্যাফেটেরিয়ার সামনের বাগানে ফুটেছে ছদ্ম শিমুল ফুল।
ক্যাফেটেরিয়ার সামনের বাগানে ফুটেছে ছদ্ম শিমুল ফুল।
ক্যাফেটেরিয়ার উত্তর পাশে ফুটতে শুরু করেছে বান্দরহুলা ফুল।
ক্যাফেটেরিয়ার উত্তর পাশে ফুটতে শুরু করেছে বান্দরহুলা ফুল।
মসজিদের পেছনের বাগানে ফুটেছে সমুদ্রজবা।
মসজিদের পেছনের বাগানে ফুটেছে সমুদ্রজবা।
গ্যারেজ–সংলগ্ন বাগানে ফুটেছে ভেলভেট ফুল।
মিডিয়া চত্বরের পাশে ফুটে আছে নীলমণিলতা ফুল।
মিডিয়া চত্বরের বাগানে ফুটে হলুদ চন্দ্রপ্রভা ফুল।
হলুদ কনকচাঁপা ফুল ফুটেছে মন্দিরের পাশের বাগানে।
ফুটেছে হাজারবেলি ফুল ।