রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট যোগ দেয়। যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুন, আগুন নেভানোর তৎপরতা, ক্ষয়ক্ষতির দৃশ্য ছবিতে তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেন।