ছবিতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ভয়াবহতা

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট যোগ দেয়। যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুন, আগুন নেভানোর তৎপরতা, ক্ষয়ক্ষতির দৃশ্য ছবিতে তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেন

আগুনে পুড়ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট।
আগুনে পুড়ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুড়ে যাওয়া টিনের চালা।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে।
আগুন নিয়ন্ত্রণে পানি ছুড়ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা।
আগুনে পুড়ে গেছে মার্কেটের অনেক দোকান।
আগুনে পুড়ে যাওয়া কাঁচা পণ্য।
আগুনে পুড়ে যাওয়া চাল ও কাঁচা পণ্য।
পুড়ে যাওয়া পণ্য দেখছেন দোকানিরা।
কোনো পণ্য অক্ষত আছে কি না, তা দেখছেন দোকানিরা।
অক্ষত ও অর্ধপোড়া কিছু পণ্য।
অক্ষত পণ্যগুলো সংগ্রহ করছেন দোকানিরা।
ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছেন।