মেঘে ঢাকা সিলেটের সৌন্দর্য

সিলেটে প্রায়ই বৃষ্টি হচ্ছে। আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। এতে কমেছে তাপমাত্রা। গতকাল রোববারও মেঘাচ্ছন্ন ছিল সিলেটের আকাশ। নগরের বিভিন্ন এলাকার সৌন্দর্য দেখুন ছবিতে।

দলদলি চা–বাগানে মেঘে ঢাকা আকাশ।
দলদলি চা–বাগানে মেঘে ঢাকা আকাশ।
মেঘলা আকাশে প্রকৃতি যেন আরও সবুজ।
নগরের শাহি ঈদগাহ এলাকার আকাশে মেঘের রাজত্ব।
আকাশে জমেছে কালো মেঘ। যেকোনো সময় নামবে বৃষ্টি।
মেঘলা আকাশের এই দৃশ্য গতকাল দুপুরের।
নগরের চৌকিদেখি এলাকায় মেঘলা আকাশ।
আকাশে মেঘের পাশাপাশি সকাল থেকে ছিল বাতাসও।
মেঘাচ্ছন্ন নগরের শাহি ঈদগাহ এলাকা।