পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু মেলা। পাঁচদিনব্যাপী এবারের মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নৃত্য, খেলার আয়োজন করা হয়। মেলা হয় রাঙামাটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। বিভিন্ন স্টলে পসরা বসে ঐতিহ্যবাহী পাহাড়ি পণ্যের। মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।