উৎসবে মেতেছে রাঙামাটিবাসী

পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু মেলা। পাঁচদিনব্যাপী এবারের মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নৃত্য, খেলার আয়োজন করা হয়। মেলা হয় রাঙামাটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। বিভিন্ন স্টলে পসরা বসে ঐতিহ্যবাহী পাহাড়ি পণ্যের। মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশনা।
ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশনা।
সেজেগুজে মেলায় অংশ নেয় শিশুরা।
স্টলে রুপার অলংকার দেখছেন এক নারী।
পোশাকের স্টলে ক্রেতাদের ভিড়।
বাঁশ–বেতের তৈরি এ মোমবাতিদানি বেশ নজরকাড়ে মানুষের।
মেলার একটি স্টলে টি–শার্ট দেখছেন পাংখোয়া জনগোষ্ঠীর এক নারী। বিজুর দিনে এ ধরনের টি–শার্ট পরে তরুণ–তরুণীরা ঘুরে বেড়ান।
মেলায় বিশেষ আকর্ষণ পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘ঘিলা খেলা’।
ত্রিপুরা ও তংচংগ্যা তরুণ–তরুণীদের মধ্যে ঘিলা খেলার প্রতিযোগিতা হয়।
ইনস্টিটিউট প্রাঙ্গণে গান, নৃত্য ও খেলায় মেতেছে মানুষ।