রবি ফসল বোনার ব্যস্ততা

হেমন্তকাল চললেও প্রকৃতিতে শীতের আগমন ঘটতে শুরু করেছে। আলু, পেঁয়াজ, গাজরসহ শীতকালীন নানা সবজি চাষের মৌসুম চলছে এখন। আমন ধান তোলার পর রবি শস্য বুনতে মাঠে মাঠে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। নতুন ফসল বুনতে জমি তৈরিসহ ফসলের পরিচর্যার মতো নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সম্প্রতি বগুড়া সদরের চালিতাবাড়ি গ্রাম থেকে ছবিগুলো তোলা।  

ফসল বোনার জন্য জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত এক কৃষক।
ফসল বোনার জন্য জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত এক কৃষক।
রবি শস্য রোপণের জন্য মাঠে কাজে ব্যস্ত কৃষকেরা।
আলু রোপণে ব্যস্ত কৃষক। পাশেই গাজরের বীজ বপনের পরে জমির মাটি সমান করে দিচ্ছেন একজন।
পলিথিনে আলু নিয়ে রোপণের জন্য মাঠে যাচ্ছেন এক কৃষক।
চাষ শেষে জমির মাটি সমান করছেন এক কৃষক।
গাজরের বীজ বপন করা হয়ে গেছে। এখন ঘাস মারার ওষুধ ছিটানো হচ্ছে।
ধনিয়াখেতে নিড়ানি দিচ্ছেন একদল নারী।
মাঠে কাজ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক।