সারা দেশে বৃষ্টি বন্যা মানুষের দুর্ভোগ  

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি ঢুকে গ্রামের রাস্তা, পুকুর, ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ডুবে গেছে গুরুত্বপূর্ণ অনেক সড়ক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জে, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও চট্টগ্রামের চিত্র দিয়ে ছবির গল্প।

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর উপজেলা সড়কের ওপর দিয়ে যাচ্ছে ঢলের পানি। লালপুর এলাকা
ছবি: খলিল রহমান
টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড় থেকে ঢল নামে। ভেসে আসা কাঠ, বাঁশের টুকরা সংগ্রহ করছে পাহাড়ি এক শিশু। রাঙামাটির সাপছড়ি এলাকা
কুশিয়ারা নদীর পানি গ্রামের দিকে প্রবেশ করছে। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরের হামরকোনা এলাকা
নেত্রকোনার কলমাকান্দায় বন্যার পানিতে বেশ কিছু নিচু এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। কলমাকান্দা সদর ইউনিয়নের বাসাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা
টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। নিচের বাজার, খাগড়াছড়ি
সিলেটে কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সোবহানীঘাট এলাকা
ভারী বর্ষণে তলিয়ে গেছে মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়ক। তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এলাকা
পানির চাপে ফেনীর ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়
সুনামগঞ্জে বন্যার পানিতে প্লাবিত শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতের আমতল এলাকা