রাঙামাটির সুস্বাদু কমলা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কমলা চাষ হয়। এখানকার কমলা অনেক সুস্বাদু। বাজারে চাহিদাও আছে বেশ। চাহিদা থাকায় ভালো বিক্রি হওয়ায় এই এলাকার কৃষকেরা কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কমলা চাষে কৃষকদের সহায়তায় কাজ করছে রাঙামাটি কৃষি বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। রাঙামাটির কমলা ও বাজার নিয়ে ছবির গল্প।

কমলা নিয়ে বাজারে যাচ্ছেন কৃষক সুজন চাকমা।
বাগানির কাছ থেকে কমলা কিনে তা বিক্রির জন্য পসরা সাজিয়েছেন ব্যবসায়ী।
বিক্রির জন্য বাগানির কমলাভর্তি ঝুড়ি বাজারে নিচ্ছেন শ্রমিকেরা।
ডিঙিতে করে পাকা কমলা বিক্রি করতে রাঙামাটি শহরে আনা হয়েছে।
স্থানীয় পাইকার কমলা কিনে ঝুড়ি ভর্তি করে রেখেছেন।
স্থানীয় পাইকারদের কেনা কমলা। পরে এই কমলা দেশের বিভিন্ন স্থানে যাবে।
গাছভর্তি কমলা। কমলার ভালো ফলনে বাগানির মুখে হাসি।
ক্রেতা আকর্ষণে স্থানীয় এক পাইকার কমলা সাজিয়ে রেখেছেন।
বিক্রির জন্য হাটে আনা হয়েছে কমলা। বিক্রি হবে প্রতি কেজি ৪০০ টাকা দরে।