বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে সুবাস ছড়াচ্ছে পাকা আনারস। সদরের লাইমি পাড়া, ফারুক পাড়া, শৈল প্রপাতসহ প্রতিটি পাহাড়ের ঢালে এখন সারি সারি ‘ক্যালেন্ডার’ জাতের পাকা আনারস। আকারে বড়, রসালো ও খেতে সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এই আনারসের বেশ চাহিদা রয়েছে। এই জাতের বড় আকারের প্রতি জোড়া আনারস পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ফলন ও দাম দুটোই ভালো হওয়ায় খুশি জুমিয়ারা।