সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট তাদের ঋতুভিত্তিক নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আজ শনিবার সকালে আয়োজন করেছিল ‘শরতের স্নিগ্ধতা মুছে দিক মলিনতা’ নামের অনুষ্ঠান। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এ আসর বসেছিল। অনুষ্ঠান সাজানো হয় কোরাস গানের সঙ্গে নাচ, একক কণ্ঠের গান, আবৃত্তি ও পাঠ দিয়ে।