মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর হামলা, সংঘর্ষ

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালান। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা পোশাক কারখানায় হামলা চালান এবং মূল সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের পোশাক কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে দুর্বৃত্তদের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

সহকর্মীদের মারধরের কথা শুনে সড়কে নেমে আসেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা
সহকর্মীদের মারধরের কথা শুনে সড়কে নেমে আসেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা
স্থানীয় দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে একটি কারখানার সামনে অবস্থান নেয়
দুর্বৃত্তরা পোশাকশ্রমিকদের ওপর হামলা চালায়
হামলার প্রতিবাদে পোশাকশ্রমিকেরাও পাল্টা হামলা চালান
বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা একটি কারাখানায় হামলা চালান
একপর্যায়ে আশপাশের কয়েকটি পোশাক কারখানা থেকে শ্রমিকেরা সড়কে নেমে আসেন
বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেন
দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় চেয়ার ভাঙচুর করা হয়
স্থানীয় দুর্বৃত্তদের সংঘবদ্ধভাবে প্রতিরোধ করেন পোশাকশ্রমিকেরা
পোশাকশ্রমিকদের ধাওয়ায় দুর্বৃত্তরা পিছু হটে
পোশাকশ্রমিকদের ওপর দুর্বৃত্তরা পাল্টা হামলা করে
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সড়কে অবস্থান নেন র‍্যাবের সদস্যরা