রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালান। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা পোশাক কারখানায় হামলা চালান এবং মূল সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের পোশাক কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে দুর্বৃত্তদের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।