পদ্মার একপাশে পাবনা, অন্য পাশে কুষ্টিয়া। বছরজুড়ে নদীর বিভিন্ন অংশে চলে অবৈধ বালু উত্তোলন। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। পাবনা সদরের হিমাইতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা—
বালু নিয়ে সারি সারি নৌকা ভেসে চলেছে পদ্মার বুকেপদ্মা নদী থেকে বালু তোলার কাজে ব্যবহার করা হয় এসব নৌকাঅবৈধভাবে বালু তোলার ফলে ঝুঁকিতে পড়েছে কৃষিজমিঅবাধে বালু তোলার কারণে ভাঙছে পদ্মার পাড়নদীতে ভেসে চলেছে বালুবাহী নৌকা। স্রোতের ধাক্কায় ভাঙছে নদীর পাড়নদীভাঙনে বিলীন হতে চলেছে কলাবাগানভাঙনের কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষিজমি বিলীন হতে শুরু করেছে