‘যোগ দাও মুক্তির মেলায়’ স্লোগান নিয়ে পুষ্টি-প্রথম আলো স্কুল আঞ্চলিক বিতর্ক উৎসব শুরু হয়েছে। বিতর্ক উৎসবে চট্টগ্রাম অঞ্চলের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নিবন্ধন করে। এতে উপস্থিত ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, পুষ্টির বিপণন ব্যবস্থাপক শাহীন আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব হয়।
নিবন্ধন করা শিক্ষার্থীরা তাদের নাম জমা দিয়ে খাবার ও গেঞ্জি নিচ্ছে।বিতর্ক প্রতিযোগিতার আগে কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা।বিতর্ক প্রতিযোগিতার আগে কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা।কুইজ প্রতিযোগিতায় প্রশ্নের উত্তর লিখছে শিক্ষার্থীরা।পুষ্টি স্টলে বিভিন্ন পণ্য দেখছেন অভিভাবকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁ থেকে পুষ্টির বিপণন ব্যবস্থাপক শাহীন আলম, সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।পায়রা উড়িয়ে বিতর্ক উৎসব উদ্বোধন করেন অতিথিরা। প্রথমার স্টলে বই দেখছেন শিক্ষার্থীরা। বিতর্ক মঞ্চে বিচারকেরা। মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান—এই বিষয় নিয়ে বিতর্ক চলছে। স্কুল বিতর্ক চলছে। বিতর্কে যুক্তি দিচ্ছে এক বক্তা। চলছে পক্ষে-বিপক্ষে যুক্তি।