‘যোগ দাও মুক্তির মেলায়’ স্লোগান নিয়ে পুষ্টি-প্রথম আলো স্কুল আঞ্চলিক বিতর্ক উৎসব শুরু হয়েছে। বিতর্ক উৎসবে চট্টগ্রাম অঞ্চলের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নিবন্ধন করে। এতে উপস্থিত ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, পুষ্টির বিপণন ব্যবস্থাপক শাহীন আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব হয়।