সিরাজগঞ্জের শাহজাদপুরের তাঁতের কাপড়ের সুনাম দেশজুড়ে। এখানকার বিখ্যাত হাট ‘শাহজাদপুর কাপড়ের হাট’। হাটটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর (রবীন্দ্র কাছারি–সংলগ্ন) বসে। এই হাটে পাইকারি বিক্রি হয় তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রিপিসসহ নানা কাপড়। সপ্তাহে চার দিন—শনি, রবি, মঙ্গল ও বুধবার হাট বসে ।