ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। গতকাল বুধবার রাতে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবার সকালেও হয়। একটানা বৃষ্টিতে অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলোয় পানি জমতে দেখা গেছে। বেশ কয়েক ঘণ্টা হাঁটু থেকে বুকসমান পানি ছিল নিচু এলাকাগুলোয়। এই পানিতে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। সড়কে দেখা দেয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। বিকল হয়ে পড়ে আছে যানবাহন।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। বিকল হয়ে পড়ে আছে যানবাহন।
বুকসমান পানিতে চলছে রিকশা।
হাঁটুপানির মধ্য দিয়ে যাচ্ছেন পথচারীরা।
পানি ভেঙে চলছে মোটরসাইকেল।
সড়কে পানি জমায় দেখা দেয় যানজট।
পানির ভেতর দিয়ে চলতে চলতে হঠাৎ পড়ে যাচ্ছিলেন তিনি।
রাস্তায় পানি জমে থাকায় ভ্যানে চলাচল করেন অনেকে।
একদিকে বুকসমান পানি, অন্যদিকে ঝরছে বৃষ্টি। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
পানিতে তলিয়ে যাওয়া সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল।