সড়কে সংস্কার, দীর্ঘ যানজট

চট্টগ্রাম নগরের পোর্ট কার্নেকটিং ব্যস্ততম সড়কে চলছে ওয়াসার সংস্কারকাজ। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। দেখা দিয়েছে দীর্ঘ যানজট। অনেক জায়গায় ইট বিছানো হলেও পিচঢালাই করা হয়নি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। গতকাল শুক্রবার ছবিগুলো তুলেছেন জুয়েল শীল

ব্যস্ততম সড়কে ওয়াসার সংস্কারকাজ চলছে।
ব্যস্ততম সড়কে ওয়াসার সংস্কারকাজ চলছে।
সড়কে দীর্ঘ যানজট।
সড়কের ওপর মাটির স্তূপ।
দীর্ঘ যানজট হওয়ায় ফুটপাতে চলছে বাইসাইকেল।
পোর্ট কার্নেকটিং সড়কে আরেক সমস্যা ময়লার ভাগাড়।
সড়কের মাঝখানে খোঁড়াখুঁড়ি।
এস্ককাভেটর দিয়ে দিনের বেলা খোঁড়া হচ্ছে সড়ক।
সড়কের মাঝখানে ইট বসানো হলেও পিচঢালাই করা হয়নি।
সড়কে জমে আছে বৃষ্টির পানি।