ঢাকায় জিপিএ–৫ সংবর্ধনায় তারকারা

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ঢাকা পর্বের কৃতী শিক্ষার্থীদের দুই দিন ধরে সংবর্ধনা অনুষ্ঠিত হলো সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে। ৮ ও ৯ জুলাই ছিল এ আয়োজন। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে এ উৎসব। অনুষ্ঠানের একটি বড় অংশজুড়ে ছিল সাংস্কৃতিক আয়োজন। সেখানে বিভিন্ন অঙ্গনের তারকাদের পরিবেশনা নিয়ে এ ছবির গল্প। ছবি: খালেদ সরকার, তানভীর আহাম্মেদ ও দীপু মালাকার

জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানের সঙ্গে গান করছে শিক্ষার্থীরা।
জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানের সঙ্গে গান করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এরপর শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে রাখেন তিনি।
অভিনয়শিল্পী আফরান নিশো ও নুসরাত ফারিয়া আসেন সংবর্ধনা অনুষ্ঠানে। তাঁরা শিক্ষার্থীদের নিজেদের গল্প বলার পাশাপাশি গানও গেয়ে শোনান।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের গান শোনান শিল্পী ইমরান মাহমুদুল।
কৃতী শিক্ষার্থীদের গান শোনানোর সময় সেলফি তুলছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
অনুষ্ঠান মাতিয়ে তোলে ব্যান্ড ওয়ারফেজ।
অনুষ্ঠানে গান করে জনপ্রিয় ব্যান্ড সোলস।
সম্প্রতি এভারেস্টজয়ী বাবর আলী শিক্ষার্থীদের শুনিয়েছেন তাঁর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের রোমাঞ্চকর কাহিনি।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা বলেন এভারেস্টজয়ী এম এ মুহিত।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যান্ড ওয়ারফেজ।