এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ঢাকা পর্বের কৃতী শিক্ষার্থীদের দুই দিন ধরে সংবর্ধনা অনুষ্ঠিত হলো সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে। ৮ ও ৯ জুলাই ছিল এ আয়োজন। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে এ উৎসব। অনুষ্ঠানের একটি বড় অংশজুড়ে ছিল সাংস্কৃতিক আয়োজন। সেখানে বিভিন্ন অঙ্গনের তারকাদের পরিবেশনা নিয়ে এ ছবির গল্প। ছবি: খালেদ সরকার, তানভীর আহাম্মেদ ও দীপু মালাকার