ধুলায় ধূসর ঢাকার সড়ক

বিশ্বে যেসব শহরে বায়ুদূষণ সবচেয়ে বেশি, সেগুলোর একটি ঢাকা। বায়ুদূষণের এই শহরে সড়কে চলতে আরেক বড় সমস্যা ধুলা। ধুলায় আচ্ছন্ন সড়ক ও এর আশপাশের বাসিন্দারা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। আজ শুক্রবার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজধানীর পোস্তগোলা এলাকার পাগলা সড়কের চিত্র নিয়ে এই ছবির গল্প।

ভারী যানবাহন চললেই ধুলা ওড়ে চারদিকে।
ভারী যানবাহন চললেই ধুলা ওড়ে চারদিকে।
ধুলা থেকে বাঁচতে সড়কে নাক চেপে চলেন অনেকে।
ধুলার মধ্যে আশপাশ দেখে রাস্তা পার হওয়াই কঠিন।
কেউ মুখে মাস্ক ব্যবহার করছেন, কেউবা কাপড়ে মুখ ঢেকে চলছেন।
রিকশা আরোহী ও চালক সবার নাক বন্ধ।
খাবারের দোকানের সামনে ধুলা কমাতে পানি ছিটাচ্ছেন একজন।
কালো ধোঁয়া ছেড়ে ট্রাক চলছে ধুলাময় সড়কে।
নাক ঢেকে চলছেন তাঁরা।