চলতি মৌসুমে ঘন কুয়াশার সঙ্গে দেশজুড়েই তীব্র শীত জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে উত্তরে বইছে হিমেল হাওয়া। থেমে নেই মানুষের জীবন। মানুষের পাশাপাশি শীতে কাবু পশু–প্রাণীও। কাক ডাকা ভোর থেকে ফসলের মাঠে ব্যস্ত কৃষক। কুয়াশা ঢাকা শীতের সকালের কয়েকটি ছবি নিয়ে সাজানো গল্প।