রাজধানী সড়কে সড়কে অন্দোলনকারীদের অবরোধ, সংঘর্ষ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর
ছবি: খালেদ সরকার
কোটা সংস্কারের দাবিতে মিছিল করে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের শিক্ষার্থীরা। ধানমন্ডি ২৭ নম্বর
আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। মিরপুর-১০
আন্দোলনকারী শিক্ষার্থীরা বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন
আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তেজগাঁও শিল্প এলাকা
কোটা সংস্কারের দাবিতে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। নাবিস্কো মোড়, তেজগাঁও শিল্প এলাকা
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। ফার্মগেট, ঢাকা
সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী শিক্ষার্থী, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা
সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় সংঘর্ষের একপর্যায়ে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোড়া হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীরা