ঈদের দিনে ভারী বৃষ্টিতে ভাসল সিলেট

সিলেটে রোববার রাত থেকে ঈদের দিনেও ভারী বৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও সড়ক আবারও জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে ঈদ উদ্‌যাপনে বিপাকে পড়েছেন মানুষ। বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষজন কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছেন। সোমবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শিবগঞ্জ এলাকা থেকে তোলা ছবি।

ভারী বৃষ্টির কারণে সড়কে জমেছে পানি।
ভারী বৃষ্টির কারণে সড়কে জমেছে পানি।
জলমগ্ন সড়কে চলছে যানবাহন।
জলমগ্ন সড়কের পাশে কোরবানির পশু হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি।
কোরবানির গরু নিয়ে যাচ্ছেন একজন।
জলমগ্ন সড়কে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি।
পিকআপে করে গন্তব্যে যাচ্ছে মানুষ।
জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছে নগরবাসী।
কোরবানির পশুর রক্তে বৃষ্টির পানি লাল রং ধারণ করেছে।