প্রতিবন্ধী ব্যক্তিদের বিক্ষোভ

প্রতিবন্ধী ব্যক্তিরা আজ রোববার ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল ১০টার দিকে জড়ো হন তাঁরা। সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের ব্যানারে প্রতিবন্ধী ব্যক্তিরা বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের বাধা অতিক্রম করে কয়েকজন প্রতিবন্ধী এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আবার বাধা দেয় পুলিশ। এরপর তাঁরা জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভাতা, শিক্ষাবৃত্তির বরাদ্দ বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা।

বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা।
বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা।
প্রখর রোদে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন কয়েকজন প্রতিবন্ধী।
প্রতিবন্ধীদের অধিকারের নানা দাবি নিয়ে দাঁড়িয়েছেন তাঁরা।
মানববন্ধনে দাঁড়িয়েছেন কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী।
প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা।
প্রতিবন্ধী ব্যক্তিরা পুলিশের বাধার মুখে পড়েন।
পুলিশের বাধার মুখে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী ব্যক্তিরা।
প্রতিবন্ধী ব্যক্তিদের আটকে দিয়েছে পুলিশ।
আটকে দেওয়া হয়েছে এক প্রতিবন্ধী ব্যক্তিকে।
প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর পুলিশের লাঠিপেটা।
এ সময় পড়ে যান একজন প্রতিবন্ধী।
সড়কে বসে প্রতিবাদ করছেন একজন প্রতিবন্ধী।