ঈদে বন্দীদের জন্য বাড়ির খাবার

ঈদুল ফিতর উপলক্ষে বন্দীদের জন্য বাড়ি থেকে আনা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ফরিদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ। এই সুযোগে পরিবারের সদস্যরা বন্দী থাকা স্বজনের জন্য বাড়িতে রান্না করা পোলাও, মাংস ও মিষ্টান্ন নিয়ে আসেন কারাগার চত্বরে। নিয়মতান্ত্রিকভাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবে। কারাগারে ঈদের খাবার পৌঁছানো নিয়ে এবারের ছবির গল্প।

প্রতিটি খাবার পরীক্ষা করছেন কারারক্ষীরা।
প্রতিটি খাবার পরীক্ষা করছেন কারারক্ষীরা।
কারাবন্দী স্বজনের কাছে খাবার পৌঁছে দিতে লাইনে দাঁড়িয়েছেন স্বজনেরা।
কারাবন্দী স্বজনের কাছে খাবার পৌঁছে দিতে লাইনে দাঁড়িয়েছেন স্বজনেরা।
খাবার পাঠানোর জন্য স্লিপ সংগ্রহ করা হচ্ছে।
খাবার পাঠানোর জন্য স্লিপ সংগ্রহ করা হচ্ছে।
টিফিন বক্সে নিয়ে আসা খাবার পলিথিনে ভরা হচ্ছে।
খাবার পরীক্ষা করে পলিথিনে ভরে এক জায়গায় রাখা হচ্ছে।
ভ্যানে করে কারাগারের ভেতরে খাবার নিয়ে যাওয়া হচ্ছে।
বন্দী স্বজনের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন এক ব্যক্তি।
বন্দীদের সঙ্গে কথা বলছেন স্বজনেরা।
ফরিদপুর জেলা কারাগার।