ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিনে রংপুর ও কুষ্টিয়ায় আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শীতের সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে প্রাণচঞ্চল হয়ে ওঠে উৎসবস্থল।
মঈনুল ইসলাম
কুয়াশাচ্ছন্ন সকালে গণিত উৎসবে এসেছে শিক্ষার্থীরা। দেখে নিচ্ছে কার কোথায় পরীক্ষা। রংপুর জিলা স্কুল
বিজ্ঞাপন
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হয়। রংপুর জিলা স্কুল।
বিজ্ঞাপন
জাতীয় সংগীতের সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। রংপুর জিলা স্কুল উৎসবে মজার প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী। রংপুর জিলা স্কুল ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে আগত শিক্ষার্থী ও অভিভাবকেরা। রংপুর জিলা স্কুলআয়োজনে বিজয়ী শিক্ষার্থী ও অতিথিরা। রংপুর জিলা স্কুলসকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় গণিত উৎসবের শুরু হয়। এতে পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। কুষ্টিয়া জিলা স্কুলসকাল সাড়ে আটটা থেকে বইয়ের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কুষ্টিয়া জিলা স্কুলপরীক্ষা কক্ষে গণিতের জট খুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। কুষ্টিয়া জিলা স্কুল পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে গণিতের মজার মজার প্রশ্ন করেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া জিলা স্কুল পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে গণিতের মজার মজার প্রশ্নের উত্তর দেন শিক্ষকেরা। কুষ্টিয়া জিলা স্কুল পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে গণিতের মজার মজার প্রশ্নের উত্তর দেন শিক্ষকেরা। কুষ্টিয়া জিলা স্কুল অনুষ্ঠানে হাত তুলে শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। কুষ্টিয়া জিলা স্কুলউৎসবে বিজয়ী হওয়ার পর মাকে মেডেল দেখাচ্ছে উল্লসিত এক শিক্ষার্থী। কুষ্টিয়া জিলা স্কুল উৎসবে এক ফ্রেমে বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস। কুষ্টিয়া জিলা স্কুল