তিস্তার চরের মিষ্টিকুমড়া

তিস্তার চরে মাইলের পর মাইলজুড়ে মিষ্টিকুমড়ার খেত। এরই মধ্যে কুমড়া পরিপক্ব হয়ে ওঠেছে। শুরু হয়ে ফসল তোলা। তাই এখন চরজুড়ে কর্মব্যস্ত দিন পার করছেন সেখানকার বাসিন্দারা। মিষ্টিকুমড়া বিক্রি করে লাভবানও হচ্ছেন তাঁরা। প্রতি কেজি বিক্রি হচ্ছে জাতভেদে ১৫ থেকে ২২ টাকা। এই মিষ্টিকুমড়া যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক এলাকা থেকে তোলা।

মিষ্টিকুমড়া তুলে কাঁদিতে রাখা হয়েছে।
মিষ্টিকুমড়া তুলে কাঁদিতে রাখা হয়েছে।
পরিবারের ছোট–বড় সবাই মিলে মিষ্টিকুমড়া তুলছেন।
খেতের ফাঁকে থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে মিষ্টিকুমড়া।
কাঁধে মিষ্টিকুমড়া বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক।
মিষ্টিকুমড়া তুলে বোঁটা কেটে দেওয়া হচ্ছে, যাতে পচন না ধরে।
মিষ্টিকুমড়া ঘোড়ার গাড়িতে নিয়ে নদী পার হচ্ছেন চাষিরা।
জমিতে পাতার ফাঁকে তোলার যোগ্য মিষ্টিকুমড়া খুঁজছেন কৃষক।
মিষ্টিকুমড়া তুলে একস্থানে স্তূপ করে রেখেছেন কৃষক।