চোখজুড়ানো শর্ষেখেত

উত্তরাঞ্চলের চলনবিলে এখন হলুদের সমারোহ। চোখজুড়ানো শর্ষেখেতে ছেয়ে আছে বিলের বিস্তীর্ণ প্রান্তর। বর্ষাকালে যে চলনবিল থইথই করে পানিতে, শীতকালে সেখানে চাষ হয় রবিশস্য ও শর্ষের। এসব ফুলের মধুর লোভে উড়ে আসে মৌমাছি, খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় বিভিন্ন জাতের পাখি। পাবনার চাটমোহর উপজেলার চলনবিল এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

শর্ষে ফুলের খেতে সোনালি সূর্য
শর্ষে ফুলের খেতে সোনালি সূর্য
এঁকেবেঁকে বয়ে চলা খালের পাশে বিস্তীর্ণ হলুদ শর্ষেখেত
শর্ষে ফুল থেকে মধু আহরণ করতে চলনবিলে ছুটে আসেন মধুচাষিরা
হলুদ শর্ষে ফুলের মাঝে ছোট্ট পাখি।
শর্ষেখেতের মাঝখান দিয়ে ছাগল নিয়ে চলেছেন কয়েকজন
শর্ষেখেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে পাতি সরালি হাঁসের ঝাঁক