লাল কাপড় বেঁধে প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মাথায়, মুখে লাল কাপড় বেঁধে শিক্ষক-শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। কোথাও কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে প্রতিবাদী আলপনা আঁকার পাশাপাশি হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

মাথায় লাল কাপড় বেঁধে খুলনা নগরের শিববাড়ী মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। এ সময় তাঁদের ঘিরে রাখে পুলিশ
সড়কে আঁকা হচ্ছে প্রতিবাদী আলপনা। খুলনার শিববাড়ী মোড় এলাকায়
যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে মাথায়, মুখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল করেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। এ সময় মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও
শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে
ছাত্র হত্যার প্রতিবাদে বাগেরহাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেয়াললিখন মুছে দেওয়া হচ্ছে। বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
মাথায় লাল কাপড় বেঁধে কিশোরগঞ্জ শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শহরের পুরান থানা এলাকায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুখে লাল কাপড় বেঁধে সংহতি সমাবেশ করেন নিপীড়নবিরোধী শিক্ষকেরা
দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে মুখে লাল কাপড় বাঁধছেন দুজন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে