ক্লান্তি আর ভয় নিয়ে ফিরলেন তাঁরা

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুদান থেকে রওনা হয়ে সৌদি আরবের জেদ্দা হয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন ১৩৬ জন বাংলাদেশি। আজ সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছবিগুলো তোলা।

উড়োজাহাজ থেকে নেমে বিমানবন্দর টার্মিনালে আসছেন সুদান থেকে আসা বাংলাদেশিরা
উড়োজাহাজ থেকে নেমে বিমানবন্দর টার্মিনালে আসছেন সুদান থেকে আসা বাংলাদেশিরা
সংঘাতময় সুদানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। সেই গল্প শোনাচ্ছেন একজন
বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমান সুদান থেকে আসা বাংলাদেশিরা
অনেকের চোখে–মুখে ক্লান্তির ছাপ। অনেকে ভবিষ্যতের চিন্তা দিশাহারা
সুদান থেকে সৌদি আরবের জেদ্দা, এরপর সেখান থেকে ঢাকা—লম্বা ভ্রমণে ক্লান্ত হয়ে পড়েছে শিশুরা
নবজাতক শিশুকে কোলে নিয়ে দেশে ফিরেছেন এই নারী
লম্বা ভ্রমণে ক্লান্ত হয়ে অভিভাবকের কোলে ঘুমিয়ে পড়েছে শিশুটি
বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমাণ সুদান থেকে আসা বাংলাদেশিদের একাংশ
সবকিছু ফেলে দেশে চলে আসতে হয়েছে—এ গল্প বলতে গিয়ে কাঁদছিলেন একজন
সুদান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের সরকারের পক্ষ থেকে অর্থসহায়তা প্রদান করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ