মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় প্যারেড স্কয়ারে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। সাত দিনের সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন ধরনের সমরাস্ত্র জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী চলছে। গতকাল বুধবার সমরাস্ত্র প্রদর্শনীর তোলা কিছু ছবি দিয়ে ছবির গল্প।