পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা। জৈন্তাপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সড়ক এখন পানির নিচে। বিদ্যালয়গুলোও ঢলের পানিতে প্লাবিত। নদ-নদী ও হাওরে পানি উপচে পড়ছে। ভোগান্তির মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। ছবিগুলো জৈন্তাপুরের রাংপানি, বিরাইমারা, বাংলাবাজার ও চাংগিল এলাকা থেকে তোলা।

বিরাইমারা এলাকায় পানিবন্দী বিদ্যালয়।
গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ। যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে।
ওপারের পাহাড়ি ঢলে প্লাবিত এপারের বাংলাবাজার এলাকা।
বাংলাবাজার এলাকায় ডুবে গেছে পাথর ভাঙা কল।
পাহাড়ি ঢলে প্লাবিত কেন্দ্রী হাওর এলাকার ঘরবাড়ি।
রাংপানি নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে আশপাশের এলাকা।
চাংগিল এলাকায় দুর্ভোগে পানিবন্দী মানুষ।
সড়কে গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
ওপারের পাহাড় থেকে নামছে ঢল। ঢলের পানিতে প্লাবিত কেন্দ্রী হাওর এলাকা।
বাংলাবাজার এলাকায় পানিবন্দী ঘরবাড়ি।
চাংগিল এলাকায় পানিতে তলিয়ে গেছে সবজিখেত।
জৈন্তাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আশ্রয়কেন্দ্রে বন্যার্তরা।