কচুরিপানা ফুলের সৌন্দর্য

বিলে ফুটে আছে সুন্দর কচুরিপানা ফুল। ফুলের এই সৌন্দর্যের পাশাপাশি বিলে গেলেই দেখা মেলে বক, ডাহুক, শালিকসহ নানা প্রজাতির পাখির। কচুরিপানা খেতে প্রায়ই নামে মহিষের দল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মজ্যারটেক এলাকায় দেখে মেলে এমন বিলের। ছবি তুলেছেন সৌরভ দাশ

গরুকে খাওয়ানোর জন্য কেটে নেওয়া হচ্ছে কচুরিপানা।
বিলে ফুটে আছে কচুরিপানা।
উড়ে যায় বকপক্ষী।
কচুরিপানা ফুলের সৌন্দর্য।
কচুরিপানা ফুল তুলেছেন একজন।
কচুরিপানা খেতে জলাশয়ে নেমেছে মহিষ।
উড়ে বেড়াচ্ছে পানকৌড়ি।
মহিষের সঙ্গে রয়েছে বক আর শালিক পাখিও।
পোকামাকড় খেতে আসে নানা জাতের পাখি।
আছে ডাহুক পাখিও।