ইলিশ মৌসুমের শেষের দিকের বিকিকিনি

ইলিশের মৌসুম শেষের দিকে। এই সময়ে জালে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা না পড়ায় হতাশ মৎস্যজীবীরা। তাঁরা বলছেন, আগে মৌসুমের শেষ দিকে প্রচুর ইলিশ ধরা পড়ত। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। ইলিশ মৌসুমের শেষের দিকের চিত্র নিয়ে এবারের ছবির গল্প। ছবিগুলো চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা কাটগড় গঙ্গাস্নান ঘাট থেকে তোলা।

ইঞ্জিনচালিত মাছ ধরার লাল বোট।
ইঞ্জিনচালিত মাছ ধরার লাল বোট।
ইলিশ হাতে নিয়ে বোট থেকে তীরের পানিতে লাফ দিয়ে নামছে এক কিশোর।
ইলিশ নিয়ে সাঁতরে তীরে উঠছে এক কিশোর।
সুতা দিয়ে গেঁথে আনা হয়েছে ইলিশ।
ঘাটে এসে ইলিশ উঁচু করে ধরে রেখেছেন এক বিক্রেতা।
চলছে অল্প কিছু ইলিশের বিকিকিনি।
প্লাস্টিকের ক্যারেটে তোলা হচ্ছে ইলিশ।
প্লাস্টিকের ক্যারেটে ইলিশ ভরে তা নিয়ে যাওয়া হচ্ছে।
ক্যারেটে করে ইলিশ নিয়ে যাচ্ছেন এক পাইকারি বিক্রেতা।
টুকরিতে করে মাছ নিয়ে যাচ্ছেন দুজন।
ঘাট থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন।
ভ্যানে তোলা হচ্ছে ইলিশ।