বাহারি রঙের ফড়িং

পৃথিবীর অতি প্রাচীন একটি পতঙ্গ ফড়িং। গবেষকদের মতে, ফড়িং পৃথিবীতে এসেছে ৩০ হাজার বছর আগে। পৃথিবীজুড়ে ছয় হাজারের বেশি প্রজাতির ফড়িং দেখা যায়। বর্ণিল এই পতঙ্গের শতাধিক প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। তবে পরিবেশদূষণের কারণে দেশে ফড়িংয়ের সংখ্যা ক্রমে কমছে। সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রাম ঘুরে তোলা হয় বাহারি ফড়িংয়ের এসব ছবি।

পথের ধারে পড়ে থাকা গাছের ডালে বসেছে হলুদ ফড়িং।
পথের ধারে পড়ে থাকা গাছের ডালে বসেছে হলুদ ফড়িং।
গাছে শুকনা ডালে বসেছে ফড়িংয়ের দল।
গাছে শুকনা ডালে বসেছে ফড়িংয়ের দল।
লতায় ডানা মেলে বসে আছে লাল রঙের একটি ফড়িং।
লতায় ডানা মেলে বসে আছে লাল রঙের একটি ফড়িং।
শুকনা ডালে বসেছে লাল–কালো ফড়িং।
দল বেঁধে গাছের ডালে বসেছে একঝাঁক ফড়িং।
গাছের শুকনা ডালে ডোরাকাটা ফড়িং।
নীল আকাশজুড়ে ফড়িংয়ের মেলা।
খেলার ছলে হাসিমুখে ফড়িং ধরেও ছেড়ে দেয় শিশুটি।