পৃথিবীর অতি প্রাচীন একটি পতঙ্গ ফড়িং। গবেষকদের মতে, ফড়িং পৃথিবীতে এসেছে ৩০ হাজার বছর আগে। পৃথিবীজুড়ে ছয় হাজারের বেশি প্রজাতির ফড়িং দেখা যায়। বর্ণিল এই পতঙ্গের শতাধিক প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। তবে পরিবেশদূষণের কারণে দেশে ফড়িংয়ের সংখ্যা ক্রমে কমছে। সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রাম ঘুরে তোলা হয় বাহারি ফড়িংয়ের এসব ছবি।