গোমতীর চরে মুলার চাষ

কুমিল্লার বুড়িচং উপজেলার কামড়খাড়া এলাকার গোমতী নদীর চরে কৃষকেরা মুলার চাষ করেন। সাম্প্রতিক বন্যার পর এই প্রথম ফলন বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন কৃষকেরা। এখন বাজারমূল্য ভালো, তাই কৃষকেরাও খুশি। প্রতি কেজি মুলা ৪৫ টাকা পাইকারি দরে বিক্রি করেন কৃষকেরা। তাঁরা জানান, এসব মুলা কুমিল্লার স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও পাঠানো হয়।

খেত থেকে কৃষক মুলা তুলছেন
খেত থেকে কৃষক মুলা তুলছেন
বিস্তীর্ণ মাঠজুড়ে সারি সারি মুলা তুলে রাখা হয়েছে
মাঠে কাজে থাকা কৃষকদের জন্য খাবার পানি নিয়ে যাচ্ছে এক কিশোর
দল বেঁধে মুলা পরিষ্কার করে বাজারে উদ্দেশ্যে নেওয়া হচ্ছে
বাজারে নেওয়ার জন্য বাছাই করা হচ্ছে মুলা
চারটি করে মুলার আঁটি বেঁধে বাজারে নিচ্ছেন কৃষক