নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। আজ সোমবারও দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ উৎসবের চিত্র নিয়ে এই ছবিঘর।

শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪’। ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, মিরপুর, ঢাকা
নতুন বই হাতে নিয়ে আনন্দিত শিক্ষার্থীরা। ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, মিরপুর, ঢাকা
নতুন বছরে নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শর্ষেখেতের আল ধরে বাড়ি ফিরছে। ধরবিলা, মালিগাছা, পাবনা
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জেলা স্কুল, পাবনা
বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে ধানখেতের আল ধরে বাড়ির পথে চলেছে খুদে শিক্ষার্থীরা। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা
নতুন বছরে নতুন বই নিয়ে উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা
নতুন বই নেড়েচেড়ে দেখছে খুদে শিক্ষার্থীরা। কুমিল্লা নগরের কালেক্টরেট স্কুল ও কলেজ
গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে শ্রেণিকক্ষে বসে নেড়েচেড়ে দেখছে। গোয়ালন্দ, রাজবাড়ী
স্কুল থেকে নতুন বই পেয়ে আনন্দিত এই খুদে শিক্ষার্থী অভিভাবককে বই দেখাচ্ছে। দেওভোগ সরকারি প্রাথমিক বালক-বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
চাঁদপুরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন শিক্ষক
নতুন বই হাতে নিয়ে সেলফি তুলে স্মৃতি ধরে রাখছে এই শিক্ষার্থীরা। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বই উৎসবে নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত এই শিক্ষার্থীরা। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
কুমিল্লা নগরের জিলা স্কুলে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা
পাঠ্যবই বিতরণ উৎসবে বছরের প্রথম দিন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল