খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। আজ সোমবারও দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ উৎসবের চিত্র নিয়ে এই ছবিঘর।