পানিবন্দী মানুষের ভোগান্তি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পানিবন্দী রয়েছে সিলেট নগর। বুধবার সারা দিন বৃষ্টির পর রাতে বৃষ্টি না হওয়ায় নতুন করে পানি বাড়েনি। তবে পানিবন্দী মানুষের ভোগান্তি কমেনি এতটুকু। এর মধ্যে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছবিগুলো সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

নগরের মাছিমপুর এলাকায় পানিবন্দী অবস্থায় দাঁড়িয়ে রান্না করছেন এক নারী।
আজ বৃহস্পতিবার তালতলা এলাকার চিত্র।
পানি মাড়িয়ে বস্তা মাথায় চলেছেন এক ব্যক্তি। ছবিটি তালতলা এলাকার।
সোবহানীঘাট এলাকায় ডুবে আছে বসতঘর।
শাহজালাল উপশহর এলাকায় ভোগান্তি নিয়ে পথ চলেছে মানুষ।
মৌবন আবাসিক এলাকার বাসাবাড়িগুলো পানিবন্দী।
মাছিমপুর এলাকায় আবদুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এসেছেন এক বৃদ্ধা। এমন দুর্যোগে প্রবীণ ব্যক্তিরা বেশি ভোগান্তিতে পড়েন।
খাবার পানির জন্য মাছিমপুর এলাকায় আবদুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কয়েকজন।
ভোগান্তি কমেনি মানুষের। ছবিটি মাছিমপুর এলাকার।
মাছিমপুর এলাকায় পানিবন্দী ঘরের দৃশ্য।
পানি কিছুটা কমলেও কাজীরবাজার থেকে এখনো নামেনি সুরমা নদীর পানি।