শরৎ এলে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের মন। শরৎ এলে সহজেই এসব টের পাওয়া যায়। কবি জীবনানন্দের ভাষায়, ‘যৌবন বিকশিত হয় শরতের আকাশে’। প্রতিবারের মতো এবারও সবার মনে শরতের রং ছড়িয়ে দিতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে ‘শরৎ উৎসব ১৪৩০’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সাতসকালে শুরু হয় শরৎ উৎসব। আজ সকালের আয়োজনে ছিল একক গান, একক আবৃত্তি, দলীয় ও একক নৃত্যসহ নানা আয়োজন।
দলীয় আবৃত্তি করছে শিশু–কিশোরদের সংগঠন শিল্পবৃত্তের ক্ষুদে শিল্পীরা।ভাবনার শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন।নৃত্য পরিবেশন করছেন স্পন্দনের শিল্পীরা।কত্থক নৃত্য পরিবেশন করছেন তিন শিল্পী।সংগীত পরিবেশন করছেন এক শিল্পী।শিশুরা সংগীত পরিবেশন করছে।খোঁপার ফুল সাজিয়ে দিচ্ছেন এক নারী।শরৎ উৎসব দেখছেন দর্শকেরা।নাচের ভঙ্গিমায় স্পন্দনের শিল্পীরা।দলীয় নৃত্য পরিবেশ করছেন নৃত্যাক্ষের শিল্পীরা।দলীয় নৃত্য পরিবেশন করছেন বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের শিল্পীরা।